তোমাকে বলার ছিলো

তোমাকে বলার ছিলো

Apr 6, 2023 - 11:53
Apr 6, 2023 - 14:14
 0  56
তোমাকে বলার ছিলো
: :
playing

তোমাকে বলার ছিলো,
যত আমি গান গাই,
যত গান গেয়ে যা্ই,
সব গানে সব সুরে,
তোমাকে বলার ছিলো
ভালোবাসি…

শিউলি ঝরা সকালে,
উদাসী কোন বিকেলে,
একা একা কানে কানে,
তোমাকে বলার ছিলো
ভালোবাসি…

অনেক বলেছি তবু,
বলার যা বলিনি তা,
কি করে যে বলে ফেলি,
অথচ বলার ছিলো
ভালবাসি…

না হয় বলিনি আমি,
বললে না কেন তুমি,
চাওনি কি তুমিও তা,
বলেতে মনের কথা
ভালোবাসি…

যত আমি গান গাই,
যত গান গেয়ে যাই,
সব গানে সব সুরে,
তোমাকে বলার ছিলো
ভালোবাসি।


Song - Tomake Bolar Chilo
Singer - Srikanto Acharya
Lyricist - Shubho Dasgupta

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0