তিনজন বৃদ্ধ

যেখানে প্রেম থাকে, সেখানে সম্পদ ও সফলতাও থাকে!

Dec 12, 2022 - 16:49
 0  41
তিনজন বৃদ্ধ

একবার এক মহিলা তার ঘর থেকে বের হয়ে দেখে, তার বাড়ির উঠোনে লম্বা দাড়িওয়ালা তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। সে তাদের চিনতে পারেনি। মহিলা বলে, আগে আপনাদের কখনো দেখেছি বলে মনে হচ্ছে না, তবে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত। দয়া করে ঘরের ভিতরে আসুন এবং কিছু খাবার গ্রহণ করুন।

“বাড়ির কর্তা কী ঘরে আছেন?” তারা জিজ্ঞেস করেন।

“না, তিনি বাইরে,” মহিলা বলে।

“তাহলে আমরা ভিতরে যেতে পারব না।” তারা উত্তর দেন।

সন্ধ্যা সময় মহিলার স্বামী ফিরে আসার পর তাকে সমস্ত ঘটনা খুলে বলে।

“তাদের গিয়ে বলো আমি ঘরে আছি, আর তাদের ভিতরে আসতে বলো।”

মহিলা বাইরে গিয়ে তাদের ঘরে আসতে বলে।

“আমরা তিনজন একসঙ্গে ঘরের ভিতর যেতে পারি না,” তারা বলেন।

“কেন যেতে পারবেন না?” মহিলা সঙ্গেসঙ্গে জিজ্ঞেস করেন।

তিনজনের মধ্যে একজন বলতে শুরু করেন, “তার নাম হল সম্পদ অন্য একজনের প্রতি হাত দেখিয়ে বলেন। আরেকজনের প্রতি হাত দেখিয়ে বলেন, তিনি হলেন সফলতা আর আমি হলাম প্রেম।” এরপর তিনি বলেন, “এখন ভিতরে যাও ও তোমার স্বামীর সঙ্গে আলোচনা করে ঠিক কর আমাদের মধ্যে কাকে তোমরা ঘরে নিতে চাও।”

সেই মহিলা ঘরে যায় ও তার স্বামীকে সমস্তকিছু বলে। স্বামী খুশি হয়ে বলে, “বিষয়টা দারুন তো! যদি তা-ই হয়, তাহলে এসো সম্পদকে ঘরে আমন্ত্রণ জানাই তাহলে আমাদের ঘর ধনসম্পদে ভরে যাবে।”

তার স্ত্রী স্বামীর কথায় রাজী না হয়ে বলে, “আমরা সফলতাকে আমন্ত্রণ জানাই না কেন?”

তাদের পুত্রবধু ঘরের এক পাশে বসে তাদের আলোচনা শুনছিল। সে তার মতামত প্রকাশ করে বলে, “প্রেমকে আমন্ত্রণ জানানো কি আরও ভালো হবে না? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে!”

“এসো আমরা আমদের পুত্রবধুর কথা শুনি,” স্বামী তার স্ত্রীকে বলেন, “বাইরে গিয়ে প্রেমকে আমাদের ঘরে আমন্ত্রণ জানাও।”

মহিলা বাইরে গিয়ে তিনজন বৃদ্ধকে বলে, “আপনাদের মধ্যে প্রেম কে? তিনি আমাদের ঘরে অতিথি হোন।”

প্রেম উঠে দাড়ান এবং ঘরের ভিতর যেতে শুরু করেন। অন্য দুজনও উঠে দাড়িয়ে তাকে অনুসরণ করেন। অবাক হয়ে মহিলা সম্পদ ও সফলতাকে জিজ্ঞেস করে, “আমি কেবল প্রেমকে আমন্ত্রণ জানিয়েছি, তাহলে আপনারা কেন আসছেন?”

তিন বৃদ্ধ একসঙ্গে উত্তর দেন, “তোমরা যদি সম্পদ কিংবা সফলতাকে আমন্ত্রণ জানাতে, তাহলে আমাদের অন্য দুজনকে বাইরে থাকতে হত, কিন্তু তোমরা প্রেমকে আমন্ত্রণ জানিয়েছ। যেখানে প্রেম থাকে সেখানে আমরাও থাকি।”

যেখানে প্রেম থাকে, সেখানে সম্পদ ও সফলতাও থাকে!!!

অনুবাদ - বৈচিত্র

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1