২০টা নির্ভেজাল বাংলা কৌতুক

হাসাহাসি করা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে সংগ্রহিত কিছু নির্ভেজাল বাংলা কৌতুক সকলের জন্য!

Dec 19, 2023 - 12:55
Dec 19, 2023 - 15:04
 0  32
২০টা নির্ভেজাল বাংলা কৌতুক

১.
এক সবজি বিক্রিতা প্রায় আধঘন্টা ধরে শসার উপর পানি ছিটিয়ে যাচ্ছেন।
একজন ক্রেতা কিছুক্ষণ ধরে সেটা লক্ষ্য করার পর বললেন,
দাদা, শসার জ্ঞান ফিরলে আমাকে এক কেজি দেবেন কেমন?

২.
হাসান : বাবলু, তোর গরম লাগলে তুই কী করিস?
বাবলু : কী আবার করব! এসির পাশে গিয়ে বসে পড়ি।
হাসান : তাতেও যদি তোর গরম না কমে?
বাবলু : তখন এসি অন করি।

৩.
ক্রেতা : আরে ভাই, এটা কী তালা দিয়েছেন, সারা দুনিয়ার চাবি ঢুকালেই খুলে যায়! এমনকি সেফটিপিন ঢুকালেও খোলে!
বিক্রেতা : তাহলে ভাই এই তালাটা নেন, আর সমস্যা হবে না।
ক্রেতা : এটা ভালো তো?
বিক্রেতা : ভালো মানে? এই তালা একবার মারলে এটার নিজের চাবি দিয়াও খোলা যায় না!

৪.
বিচারক : চুরি করার সময় তোমার স্ত্রী আর মেয়েটার কথা একবারও মনে হল না?
চোর : হয়েছিল তো হুজুর, কিন্তু দোকানটায় শুধু পুরুষদের কাপড়ই ছিল!

৫.
স্ত্রী : আমি যদি হঠাৎ মারা যাই। তাহলে তুমি
কী করবে?
স্বামী : তুমি মরে গেলে আমি পাগলই হয়ে যাব।
স্ত্রী : আরেকটা বিয়ে করবেনা তো?
স্বামী : পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছুই করে!!!

৬.
কৃপণ এক লোক লটারিতে গাড়ি পেয়ে গেল। বন্ধুরা ছুটে এলো তাকে অভিনন্দন জানাতে, কিন্তু সে মুখ গোমড়া করে বসে রইল।
বন্ধুরাঃ কী ব্যাপার, লটারিতে গাড়ি পেয়েও তুমি মনমরা হয়ে বসে আছ কেন?
কৃপণ লোকঃ একটা বোকামি করে ফেলেছি, খামাখাই দুটো টিকিট কিনেছিলাম। একটা কিনলেই তো হতো!!

৭.
সাইকেল চালানো
বাবা : তোকে না বলেছিলাম পাস করলে
সাইকেল কিনে দেব। তবু ফেল করলি! পড়া বাদ দিয়া কী করছিলি?
ছেলে : সাইকেল চালানো শিখছিলাম!!

৮.
হাব্লু তার নিজের ঘরের দরজা খুলে মাথায় করে বাজারে নিয়ে যাচ্ছে! এই দেখে এক লোক জিজ্ঞেস করলো-
লোক : ভাই দরজা কি বিক্রি করবেন নাকি?
হাব্লু : না ভাই, দরজার তালা চেন্জ করবো, চাবি হারাইয়া গেছে!
লোক : কিন্তু ঘরে যদি চোর ঢোকে?
হাব্লু : কীভাবে ঢুকবে? দরজা তো আমার কাছে!

৯.
একবার দুই সর্দারজী মহাকাশ ভ্রমন নিয়া কথা বলছে-
১ম জন: আম্রিকানরা চান্দে গেছে।
২য় জন: তো কী হইসে? আমরা সুর্যে যামু
১ম জন: সম্ভব না । সুর্যের ১৩ মিলিয়ন মাইলের মধ্যে আইলে রকেট গইলা রায়তা
হইয়া যাইবো ।
২য় জন (মাথা চুলকায়া): ঠিক আছে । তাইলে আমরা রাইতে যামু,

১০.
এক যাত্রী রেলস্টেশনে নেমে আবুলকে জিজ্ঞেস করলো ...
যাত্রী: আচ্ছা ভাই এটা কোন স্টেশন?
আবুল: শুনে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পরলো, আরে দাদা জানেন না এটা রেলস্টেশন।

১১.
একটা মাছির বিয়ে হয় একটা মশার সঙ্গে। বাড়ির লোকের আপত্তি থাকা সত্ত্বেও তারা বিয়ে করে ফেলে। ফুলশয্যার পরের দিন মাছিকে অঝরে কাঁদতে দেখে মাছির ছোট্ট বোন তাকে জিজ্ঞেস করে
কী হয়েছে রে দিদি? তুই কাঁদছিস কেন?
ঘুমানোর আগে "গুড নাইট" জ্বালিয়ে দিয়েছিলাম, সকালে উঠে দেখি ... তোর জামাইবাবু আর নাই!

১২.
বাবা: পরীক্ষায় কত পেয়েছিস?
ছেলে: মাত্র একের জন্য একশো পাই নাই।
বাবা: তাই নাকি ৯৯ পেয়েছিস বুঝি?
ছেলে: না বাবা, দুইটা শূন্য পাইছি।

১৩.
কালু: দাদা একটা নতুন চিরুনি দিন তো, পুরোনোটার একটা কাঁটা ভেঙে গেছে।
দোকানদার: একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।
কালু: আরে না দাদা ওটাই চিরুনির শেষ কাঁটা ছিল!

১৪.
প্রেমিক: আচ্ছা, তোমার পা ব্যাঁথা করে না?
প্রেমিকা: কেন?
প্রেমিক: কারণ তুমি সারাদিন আমার মনের ভেতর ছোটাছুটি কর!

১৫.
ম্যাডাম: বাচ্চারা বলতো মাছ কথা বলতে পারে না কেন?
ছাত্র: ম্যাডাম আমি যদি আপনার মাথাটা জলের মধ্যে ধরি আপনি পারবেন কথা বলতে?

১৬.
বায়োলজি টিচার বলে,
সেল মানে শরীরের কোষ!

ফিজিক্স টিচার বলে,
সেল মানে ব্যাটারি!

ইকোনোমিক্স টিচার বলে,
সেল মানে বিক্রি!

হিস্ট্রি টিচার বলে,
সেল মানে জেল!

ইংরেজী টিচার বলে,
সেল মানে মোবাইল!

যে-স্কুলে টিচারদের মধ্যে একটা শব্দ দিয়ে এতো কনফিউশন, সেই স্কুলে পড়ে আমি কী শিখব?

১৭.
বাসার কাজের বুয়াকে ১০০ টাকা দিয়ে বললাম, ৯০ টাকা দিয়ে এক ডজন ডিম আনবা, বাকী ১০ টাকা তোমার।
কিছুক্ষণ পর বুয়া এক প্যাকেট চিপস খাইতে খাইতে আইসা ৯০ টাকা ফেরত দিয়া বলে, ডিম এক ডজন ৯২ টাকা।

১৮.
পড়াশোনা আমার কাছে নেশার মতো। আর নেশা করা হা'রা'ম! তাই আমি পড়াশোনা করি না!

১৯.
আমিঃমা আমার পকেট খরচের টাকা লাগবে.?
মাঃ কাল থেকে লুঙ্গি পড়বি? তাহলে আর পকেট খরচ লাগবে না...!!

২০.
দুই পাগল মেন্টাল হাসপাতাল থেকে পালানোর ফন্দি আটছে।
১ম পাগলঃ আমরা সকাল সকাল মেইন গেটে গিয়ে পাহারাদারকে খুব করে মারবো, তারপর গেট খুলে পালিয়ে যাবো।
২য় পাগলঃ হ্যাঁ, এটাই ঠিক হবে।
পরের দিন দুজনে তাদের প্ল্যান মতো মেইন গেটে উপস্থিত হলো, কিন্তু গেটে কোনো পাহারাদার ছিল না, আর গেটও খোলা ছিল। পাহারাদারকে সেখানে দেখতে না পেয়ে নিরাশ হয়ে,
১ম পাগল বললঃ ইসসসসসস ..... আমাদের প্ল্যানটাই ভেস্তে গেল। পাহারাদারটা কোথায় মরতে গেছে কে জানে !!! এখন থাকলে আমরা মেরে পালিয়ে যেতে পারতাম!
২য় পাগলঃ হুমমমমম ... মেইনগেটও বন্ধ নেই যে, খুলে পালিয়ে যাবো। আজ ফিরে যাই চল, অন্যদিন আবার ট্রাই করবো।

সংগ্রহীত

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 5
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0