তুমি সন্ধ্যাকাশে তারার মত
তুমি সন্ধ্যাকাশে তারার মত
তুমি সন্ধ্যাকাশে তারার মত
আমার মনে জ্বলবে
তুমি ঘুমের ঘোরে স্বপন মাঝে
মনের কথা বলবে
তুমি সন্ধ্যাকাশে তারার মত
আমার মনে জ্বলবে
শীতের সাঝে রজনীগন্ধা ফুটবে যবে বনে
হয়তো তুমি আসবে না কো আমার শূন্য মনে
ভোরের ঝরা মিষ্টি শিশির তোমার কথা বলবে
তুমি সন্ধ্যাকাশে তারার মত
আমার মনে জ্বলবে
মৌবনে আজ মৌমাছিদের মধু গুঞ্জরনে
হারিয়ে যাবো আমি আবার তোমার আলাপনে
তোমার মুখের মিষ্টি হাসি আমার কথা বলবে
তুমি সন্ধ্যাকাশে তারার মত
আমার মনে জ্বলবে
তুমি ঘুমের ঘোরে স্বপন মাঝে
মনের কথা বলবে
তুমি সন্ধ্যাকাশে তারার মত
আমার মনে জ্বলবে
.................
কথা: মুসা আহমেদ
সুর: আজমল হুদা মিঠু
শিল্পী: সাইফুল ইসলাম
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0