কাঠের বেষ্টনীতে বা বেড়ায় পেরেক বিদ্ধ করা-রাগ নিয়ে এক শিক্ষণীয় গল্প!
একটা ছোটে ছেলের কথা। তার মাথায় অনেক রাগ! ছোট-খাটো কারণে সে খুব দ্রুত রেগে যায়।
একদিন তার বাবা একটা ব্যাগ ভর্তি পেরেক তার হাতে দিয়ে বললো, যতবার তুমি রাগ করবে, ততবার আমাদের বাড়ির পেছনে থাকা কাঠের বেড়াটায় একটা করে পেরেক ঠুকবে, কেমন?
প্রথম দিন সেই ছেলে কাঠের বেড়ায় ৩৭টা পেরেক ঠুকলো। কয়েক সপ্তাহের মধ্যে, সে তার রাগ অনেকটা নিয়ন্ত্রণ করতে শিখে ফেললো আর তাই বেড়ায় পেরেক ঠোকার পরিমানও কমে আসলো। সে বুঝতে পারলো বেড়ায় পেরেক ঠোকার চেয়ে বরং রাগ নিয়ন্ত্রণ করা আরও সহজ। অবশেষে সেই দিন আসলো, যেদিন তাকে বেড়ায় একটা পেরেকও ঠুকতে হলো না। সে দৌড়ে তার বাবাকে গিয়ে খবরটা দিল। উত্তরে তারা বাবা বললো, এবার যেদিন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে, সেই দিন একটা করে পেরেক সেই বেড়া থেকে তুলে ফেলবে।
সময় গড়িয়ে যাওয়ার সঙ্গেসঙ্গে সেই দিন আসলো, যেদিন সে তার বাবাকে বলতে পারল, আমি সব পেরেক তুলে ফেলেছি। এবার বাবা তার হাত ধরে সেই বেড়ার কাছে নিয়ে গেল।
তিনি বললেন, “তুমি খুব ভালো কাজ করেছে বাবা! কিন্তু তুমি বেড়াটার দিকে তাকিয়ে ভালো করে একবার দেখ। বেড়াটা এখন আর ঠিক আগের মতো নেই, তাই না? তুমি যখন রাগের মাথায় কিছু বলে ফেল, তখন সেটা এগুলোর মতোই প্রতিবার একটা করে ক্ষত সৃষ্টি করে।
তুমি যদি কাউকে আঘাত করে বার বার দুঃখিত বলো, তাহলে সেই আঘাতের ক্ষত কিন্তু থেকেই যায় আর কাউকে কথা দিয়ে আঘাত করা শারিরীক আঘাতের মতই ক্ষতিকর।
অনুবাদ - বৈচিত্র
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0