একটা সেতু নির্মাণ করা
তার প্রতিবেশী, তার ছোটো ভাই হাত প্রসারিত করে সেই সেতুর দিকে এগিয়ে আসছে। "আমি এতো কিছু করার ও বলার পরও তুমি এই সেতুটা নির্মাণ করলে!"
অনেক দিন আগের কথা, দুই ভাই পাশাপাশি একটা খামারে বাস করত। কিন্তু তাদের মধ্যে একবার মতোবিরোধ দেখা দেয়। বিগত ৪০ বছরেও এমন মারাত্মক সমস্যা কখনো দেখা দেয়নি। তারা তাদের যন্ত্রপাতি, কাজ ও বিভিন্ন বিষয় একে অন্যের সঙ্গে ভাগ করে নিত। বলতে গেলে কোনো সমস্যা ছাড়াই সবকিছু ঠিকঠাক চলছিল।
কিন্তু তাদের দীর্ঘসময়ের এই সম্পর্কে ভাঙ্গন দেখা দেয়। একটা ছোটো ভুল বোঝাবুঝি থেকে শুরু করে সেই সমস্যা বড়ো আকার ধারণ করে। ঝগড়াঝাটি করার পর দুজনেই একে অন্যের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। একদিন সকালে কেউ একজন জনের দরজায় টোকা দেয়। খোলার পর জন দেখে তার সামনে একজন ব্যক্তি কার্পেন্টারের বাক্স নিয়ে দাড়িয়ে আছে। "আমি কিছু কাজের অনুসন্ধান করছিলাম," সে বলে, আপনার কাছে কি করার মতো কিছু কাজ রয়েছে? আমি আপনাকে সেই কাজে সাহায্য করতে পারি। "
"হ্যা," বড়ো ভাই উত্তর দেয়। "তোমার জন্য কিছু কাজ রয়েছে। খামারের ওই দিকটায় দেখ একটা ছোটো খাল আছে। সেই ব্যক্তি আমার প্রতিবেশি, আসলে আমার ছোটো ভাই। গত সপ্তাহে তার সঙ্গে আমার ঝগড়া হয়। সে তার বুলডোজার দিয়ে নদী থেকে এই খাল খনন করে নিয়ে আসে আর তাই আমাদের মাঝে এখন এই খাল দেখতে পাচ্ছ। সে হয়তো আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই খাল খনন করেছে। কিন্তু আমি আরও কিছু করে তাকে দেখাতে চাই। আমার খামারে ঐ পাশে কাঠের স্তুপ দেখতে পাচ্ছ? আমি চাই তুমি আমার জন্য একটা ৮ ফুট উঁচু বেড়া তৈরি কর, যাতে আমাকে তার ফার্ম ও তার চেহারা আর দেখতে না হয়।"
কার্পেন্টার বললো, "মনে হয় আমি পরিস্থিতিটা আন্দাজ করতে পারছি। আমাকে পেরেক ও গর্ত করার যন্ত্রপাতি দিন। আমি এমন কাজ করব, যা দেখে আপনি অনেক খুশি হবেন।"
বড়ো ভাইকে একবার শহরে যেতে হবে তাই তিনি কার্পেন্টারকে প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে চলে গেল। কার্পেন্টার সারাদিন মাপামাপি করা, পেরেক লাগানো ও নকশার কাছে কঠোর পরিশ্রম করল। সূর্যাস্তের ঠিক আগে খামারী ফিরে আসে আর কার্পেন্টারও তার কাজ শেষ করে। কাজ দেখে খামারীর চোখ তো ছানাবড়া। সে হতবাক হয়ে দেখে সেখানে কোনো বেড়া নেই। একটা সেতু! খালের এপার থেকে ওপারে যাওয়ার একটা সেতু! একটা সুন্দর সেতু তৈরি করা হয়েছে।
তার প্রতিবেশী, তার ছোটো ভাই হাত প্রসারিত করে সেই সেতুর দিকে এগিয়ে আসছে। "আমি এতো কিছু করার ও বলার পরও তুমি এই সেতুটা নির্মাণ করলে!" দুই ভাই সেতুর দুই প্রান্তে দাড়িয়ে ছিল, এরপর তারা সেতুর মাঝামাঝি এসে দাড়িয়ে পরস্পরের হাত ধরাধরি করে। তারা দেখে কার্পেন্টার তার টুলবাক্স গুছিয়ে কাধেঁ নিচ্ছে।
"না, দয়া করে অপেক্ষা কর, আমাদের সঙ্গে আরও কিছু দিন থাক! তোমার জন্য আমার কাছে আরও অনেক কাজ আছে।" বড়ো ভাই ডাক দিয়ে তাকে বলে।
"আমি থাকতে পারলে ভালোই হতো," কার্পেন্টার উত্তরে বলে "কিন্তু আমাকে আরও অনেকগুলো সেতু নির্মাণ করতে হবে!"
অনুবাদ - বৈচিত্র
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0