অন্যের করা কাজের প্রতি খেয়াল রাখা

যারা আপনার জন্য কাজ করে, তাদের কথা সবসময় স্মরণে রাখুন।

Dec 12, 2022 - 16:43
 0  28
অন্যের করা কাজের প্রতি খেয়াল রাখা

একটা সময় আইসক্রিম সানডে-র দাম অনেকটা কমই ছিল। একদিন একটা ছোটো ছেলে হোটেলের একটা কফির দোকানে ঢুকে একটা টেবিলের সামনে বসে। একজন পরিচারিকা তার সামনে এক গ্লাস জল রাখেন।

ছেলেটি তাকে জিজ্ঞেস করে, “একটা আইসক্রিম সানডে-র দাম কত?”

“পঞ্চাশ সেন্ট” পরিচারিকা উত্তর দেন।

ছেলেটি তার পকেট থেকে হাত বের করে কতগুলো কয়েন আছে, তা গুনতে শুরু করে।

“আচ্ছা, একটা সাধারণ আইসক্রিমের দাম কত?” সে আবারও জিজ্ঞেস করে।

ইতিমধ্যে অনেক লোক কোনো টেবিল খালি হয় কি না সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। পরিচারিকাও কিছুটা অধৈর্য্য হয়ে পড়েছেন।

“পয়ত্রিশ সেন্ট,” পরিচারিকা গলা উঁচু করে উত্তর দেন।

ছোটো ছেলেটি আবারও তার পয়সা গুনতে শুরু করে।

“আমাকে একটা সাধারণ আইসক্রিমই দিন।” সে বলে।

পরিচারিকা আইসক্রিম এনে দেন, টেবিলের উপর বিল রেখে চলে যান। ছেলেটি তার আইসক্রিম খাওয়া শেষ করে বিল পরিশোধ করে চলে যায়। পরিচারিকা ফিরে এসে যখন টেবিল পরিষ্কার করা শুরু করে, তখন কিছু দেখে তার চোখে জল এসে যায়। খালি পাত্রের পাশে তিনি দুটো নিকেল ও পাঁচ পেনি দেখতে পান।

ছোটো ছেলেটির পকেটে আইসক্রিম সানডে কেনার টাকা থাকা সত্ত্বেও, সেটা কেনেনি কারণ সে চেয়েছিল যেন পরিচারিকাকে টিপস দেওয়ার মতো যথেষ্ট টাকা তার হাতে থাকে।

অনুবাদ - বৈচিত্র

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0